লালপুর প্রতিনিধি: কোলন ক্যান্সার নামক রোগে আক্রান্ত হয়ে আহম্মদ আলী (২৬) নামক একজন মেধাবী শিক্ষার্থী আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি লালপুরের মোহরকয়া গ্রামের বাসিন্দা ছিলেন। সে বাবা ও মা সহ এক ভাই রেখে গেছেন।
আহম্মদ আলীর বাবা খোরশেদ আলী ইটভাটায় দিনমজুরের কাজ করে তার লেখা পড়ার খরচ জোগাড় দিতেন বলে জানা গেছে। আহম্মদ আলীর এই অকাল মৃত্যুতে তার বাবা ও মায়ের স্বপ্ন ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল। ছেলে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন তার বাবা ও মা। আহম্মদ আলীর মত একজন মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।