লালপুর প্রতিনিধি: শীতার্তদের একটু উষ্ণতার পরশ দিতে নাটোরের লালপুুরে রাতে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন ওয়ালিয়া তরুণ সমাজের সদস্যরা।
সামাজিক দায়বদ্ধতার আওতায় প্রতিবছরের ন্যায় এবারও বৃহস্পতিবার ও শুক্রবার রাতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও ওয়ালিয়া তরুণ সমাজের উদ্যোগে উপজেলার ওয়ালিয়াসহ আশে-পাশের ৩০জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন ওয়ালিয়া তরুণ সমাজ।
কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন ওয়ালিয়া তরুণ সমাজের সভাপতি আশিকুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ আজিবর রহমান, দপ্তর সম্পাদক হাসিবুল ইসলাম, সদস্য রনি আহম্মেদ প্রমুখ। ‘এই ধারাবাহিকতা আগামীতেও অব্যহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।’






