লালপুর প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করার জন্য নাটোরের লালপুরে ১হাজার ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দুপুরে গোপালপুর বাজার সহ নর্থ বেঙ্গল সুগার মিলস্ এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনের নিকট থেকে ওই জরিমানা আদায় করেন বলে জানা গেছে। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, স্বাস্থ্য বিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করার কারণে তাদের কে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভ্রাম্যমাণ আদলতের অভিযান অব্যাহত থাকবে।






