লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে ১০নং কদিমচিলান ইউনিয়ন পরিষদে শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছারুল ইসলামের সভাপতিত্বে ও সচিব সঞ্জয় কুমার চাকীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অত্র ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও ইউনিয়নের কর্মরত সকল স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারা সকলেই শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করতে একে অপরকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।