লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর ডিগ্রি কলেজের গেট ও সীমানা প্রাচীরের উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার দুপুরে লালপুর ডিগ্রি কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ আব্দুল মাজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, গোপালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকুনুল ইসলাম লুলু সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।