নলডাঙ্গা প্রতিনিধি: প্রেমিকার সাথে বিয়ে না দেওয়ায় নাটোরের নলডাঙ্গায় এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কলেজ ছাত্রের নাম অপূর্ব প্রামানিক (২০) সে উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের মোহন প্রামানিকের ছেলে ও মাধনগর ডিগ্রি কলেজের ছাত্র।
নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের কলেজ ছাত্র অপূর্ব প্রামানিকের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। এ প্রেমের সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে কলেজ ছাত্র প্রেমিকাকে বিয়ে করতে পরিবারে জানায়। পরিবার ওই প্রেমিকার সাথে বিয়ে দিতে রাজী না হওয়ায় শুক্রবার রাতে শয়নঘরে তারের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাতেই পুলিশ খবর পেয়ে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নলডাঙ্গা থানার ওসি তদন্ত আকবর আলী বলেন, কলেজ ছাত্র ঘুমের বড়ি ও নেশা জাতীয় দ্রব্য সেবন করতো। পরিবার তার প্রেমিকার সাথে বিয়ে দিতে রাজি না থাকায় আত্মহত্যা করছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়।