রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর ২নং ওয়ার্ড ও ১৪ নং ওয়ার্ডের ৫ শতাধিক পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (০৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এসময় তিনি বলেন, তীব্র শীতে যেন কোন মানুষের কষ্ট না হয়, সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শীতবস্ত্র পাঠিয়েছেন রাজশাহীতে। আর এসব শীতবস্ত্র প্রতি বছর মহানগরীর শীতার্ত মানুষের মাঝে বিতরণ করে থাকি। তাই এ বছরও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। করোনা মহামারির শুরু থেকে খাদ্যসহ বিভিন্ন সহায়তা নিয়ে মানুষের পাশে আছি, আগামীতেও সব সময় মানুষের পাশে থাকবো। এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অপরদিকে, রবিবার (০৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে, নগরীর উপশহর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃাকর্মী। এসময় উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৪নং ওয়ার্ড পূর্ব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।