লালপুর প্রতিনিধি: গত কয়েকদিন ধরেই নাটোরের লালপুরে জেঁকে বসেছে শীত। আর এই শীতের রাতে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষদের একটু উষ্ণতার পরশ দিতে গভীর রাতে কম্বল বিতরণে নেমে পড়েছেন লালপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা।
শনিবার (০৮ জানুয়ারী) রাত ১১ টার দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশন ও আজিমনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ঘুমিয়ে থাকা শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও শামীমা সুলতানা। স্টেশনের প্রতিটি ছিন্নমূল মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন ইউএনও শামীমা সুলতানা। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে ইউএনও শামীমা সুলতানা বলেন, ‘শীতে কষ্ট পাওয়া অসহায় মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী কম্বল পাঠিয়েছেন। এই শীতে উপজেলার একটি অসহায় মানুষও যেন কষ্ট না পায় তার জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে বলেও জানান ইউএনও। এদিকে ইউএনওর কাছ থেকে কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন স্টেশনের ছিন্নমূল মানুষেরা।’