নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।
রবিবার (০২ জানুয়ারি) রাতে উপজেলার মির্জাপুর, মাধনগর ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া, নলডাঙ্গা রেলস্টেশন, এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, ভাইস-চেয়ারম্যান আঃ আলিম, মহিলা ভাইস-চেয়ারম্যান শিরিন আক্তারসহ প্রমূখ।