প্রান্তজন রিপোর্ট: শুক্রবার সন্ধ্যায় বাসুদেবপুর রেলস্টেশনে আসন্ন ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউপি নির্বাচনে নৌকার পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিপ্রবেলঘরিয়া ইউপির ৭নং ওয়ার্ড সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. এম মালেক শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রভাষক হায়দার আলী, সাধারণ সম্পাদক এড. শামীম আহমেদ রাজু, বঙ্গবন্ধু পরিষদ নাটোর সদর উপজেলার সভাপতি সাজেদুর রহমান সেলিম। সভায় চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন সকলের নিকট নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
সভায় এড. মালেক শেখ বিপ্রবেলঘরিয়া ইউনিয়নবাসীকে দেশে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহবান জানান।






