গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা মুলক সভা করেছে রাজশাহী বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়ারলাইফ রেঞ্জার হালিম রায়হান, সাংবাদিক আনিসুর রহমান, দিল মোহাম্মদ, মাজেম আলী, অধ্যক্ষ সাইদুল ইসলাম, প্রভাষক নাসরিন সুলতানা, ডা. সঞ্চিতা রাণী, উপজেলা জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়াবিদ পলান ঘোষ, সোহেল রানা প্রমুখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষক, পরিবেশকর্মীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান।






