8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
HomeUncategorizedনারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ প্রতিরোধ নাটোরে মতবিনিময় সভা

নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ প্রতিরোধ নাটোরে মতবিনিময় সভা

প্রান্তজন রিপোর্ট: নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ প্রতিরোধ নাটোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যন আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা অফিয়াসহ ইমাম, কাজী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বাল্যবিয়ে, নারী নির্যাতনরোধসহ, সাম্প্রদায়িক ও সামাজিক সহিংসতা প্রতিরোধে নবীন-প্রবীণকে সমন্বিত করে জনসচেনতার পাশাপাশি একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে।

- Advertisment -

Most Popular

Recent Comments