প্রান্তজন রিপোর্ট: ‘এসো পড়ি বই আলোকিত হই’ এই স্লোগানকে সামনে রেখে নাটোরে ‘শহিদ শুকলাল প্রামাণিক পাঠাগার’ নামে একটি গণ-পাঠাগার উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের রঘুনাথপুর আমহাটি গ্রামে পাঠাগারটি উদ্বোধন করা হয়।
শহিদ শুকলাল প্রামানিক এর পুত্র আ: আজিজ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর হতে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও চর্যাপদ পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি মো: সাজেদুর রহমান, বিশিষ্ট ছড়াকার কামাল খাঁ, কবি আসাদুজ্জামান, কবি পলাশ সাহা, কবি আসাদজামান, গল্পকার শিবশঙ্করপাল, মোস্তফা মাহমুদ, মো: মনিরুল ইসলাম, স্থানীয় শিক্ষক রাশেদুল ইসলাম, রাজু আহমেদসহ এলাকার সুধিজন ও অগণিত শিশু-কিশোর।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় বক্তারাÑ আলোকিত মানুষ তৈরির লক্ষ্যে গ্রামে গ্রামে পাঠাগার স্থাপন ও বইপড়ার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য আলোচনা সভার শেষে উপস্থিত সকলে দাঁড়িয়ে একসাথে পাঠাগারের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাঠাগারের আহবায়ক অধ্যাপক আব্দুর রশিদ সরদার এবং উপস্থাপনা করেন পাঠাগারের অন্যতম উদ্যোগতা বিশিষ্ট ছড়াকার রকিবুল ইসলাম।