প্রান্তজন রিপোর্ট: আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে নাটোর সদরের ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই উপলক্ষে নির্বাচন আচরন বিধি ও আইন শৃংখলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসন ও নাটোর সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নাটোর এন,এস, সরকারি কলেজ অডিটোরিয়াম হল রুমে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুনের সভাপত্বিতে এতে প্রধান অথিতি হিসাবে বক্তব্য দেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় বক্তব্য দেন, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনছুর রহমান, এবং নির্বাচনী আচরণ বিধির উপর আলোচক হিসাবে বক্তব্য উপস্থাপন করেন, নাটোর জেলা নির্বচন কর্মকর্তা মোঃ আছলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নির্বাচন অফিসের ইউ,ডি,এফ,আছাফুল ইসলাম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন নির্বাচনী দায়িত্ব প্রাপ্ত রির্টানিং অফিসার নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার গণ ।
পুলিশ সুপার লিটন কুমার শাহা বলেন, নির্বাচন হবে, নির্বাচন আচরন বিধির আলোকে কোন অস্ত্রবাজকে প্রচার – প্রচারনায় ব্যবহার করবেন তা হবে না। আমরা সবাই নিরপেক্ষ নির্বাচন চাই, জেলা পুলিশও তাই করেন। যদি কেউ নির্বাচন আচরন বিধি ও আইন শৃংখলা ভঙ্গ করার চেষ্টা করেন তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। জনগণ যাকে ভাল মনে করবেন তাকেই ভোট দিবেন। এ সময় সব পার্থীকে নির্বাচনী আচরন বিধি মেনে চলার আহবান করা হয়।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নিয়মের বাহিরে কোন কিছু করতে দেয়া হবে না। প্রতিটি নির্বাচনী এলাকায় একজন করে নির্বাহী ম্যাজেস্ট্যাট নিয়োগ করা আছে। তার নেতৃত্বে ওই সব এলাকা নিরাপত্তা জোরদার করা হবে। কারো কোন নির্দিষ্ট অভিযোগ থাকলে সেই আলোকে ব্যবস্থা নেয়াসহ তার পার্থীতা বাতিল করা হবে। এছারাও কোন প্রকার গুজব ছরালেও তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে। এ মতবিনিময় সভায় নাটোর সদর উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বর এবং মহিলা মেম্বর পদে পার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীরা তাদের স্ব-স্ব নির্বাচনী এলাকায় প্রচার-প্রচরনা বাধা, নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাংচুর ও মারপিটসহ সাধারন ভোটারদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ধরেন।
এবার নাটোর সদর উপজেলায় ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬জন, সাধারন ওয়ার্ড সদস্য হিসাবে ২৮১ জন, এবং সংরক্ষিত ওর্য়াডে ৭৬ জন নারী পার্থী, প্রতিদ্বন্দিতা করছেন।