তুমি
আয়েশা সিদ্দিকা

তুমি
আমার তুমি
তোমাকেই আমার লাগবে
আমার যে তোমাকেই লাগবে
তোমাকে লাগবে চায়ের প্রতিটি চুমুকে।

সকালে
দুপুরের রোদে
বিকেলে ঝিরি বাতাসে
সন্ধ্যাবেলায় ক্লান্তিমাখা সময়ে
মাঝরাতে চুড়ইভাতির বুনো শখে।

পথে
চেনা রাস্তায়
অচেনা মোড়ের গলিতে
অবেলায় পৌঁছে যাওয়া গন্তব্যে।

তোমাকেই লাগবে সমস্ত দাঁড়িয়ে থাকায়।