প্রতিধ্বনি
বুলটন নীল

দেয়ালে দেয়ালে
প্রতিধ্বনি হচ্ছে
শুনতে পাচ্ছো?
এক দেয়ালে দুই দেয়ালে
তিন দেয়ালে
একটু চেষ্টা করো
চার দেয়ালের টাও শুনতে পাবে!
প্রতিধ্বনির আওয়াজ
ক্রমেই জোড়ালো হচ্ছে
মিশে যাচ্ছে মাটিতে পানিতে বাতাসে
অনুভব হচ্ছে?
একটু চেষ্টা করো
ছড়িয়ে যাচ্ছে কি ক্ষিপ্রতায়!
শুনতে পাচ্ছো?
চেষ্টা করো চেষ্টা করো
শুনতে কি পাচ্ছো?