প্রান্তজন রিপোর্ট: গত শুক্রবার দুপুরে নাটোরে মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘ইঙ্গিত থিয়েটার’ ও ‘ভোর হলো’ এর আয়োজনে ২য় দফা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শহরের বিভিন্ন মহল্লার ১০০ জন দুস্থ নারী-পুরুষের তালিকা করে সীমিত আকারে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইংগিত থিয়েটারের সভাপতি সুখময় বিপ্লু জানান, তহবিল যোগাড় সাপেক্ষে আগামীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য সামগ্রী বিতরণকালে বিশিষ্ট কবি আশীক রহমান, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক, আলতাব হোসেনসহ ইঙ্গিত থিয়েটারের কর্মীরা উপস্থিত ছিলেন।