প্রান্তজন রিপোর্ট: নাটোরের বড়াইগ্রামে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী ও যুগান্তরের নাটোরের সদ্য প্রয়াত নিজস্ব প্রতিবেদক মাহফুজ আলম মুনী’র মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাদের দুজনের আত্নার শান্তি কামনাসহ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির শারীরিক সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সোমবার উপজেলা প্রেসক্লাবে যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক মতিউর রহমান সুমনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন। স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠণিক সম্পাদক হাসান ফারুক, উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক ও সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল মান্নান। স্বজন সমাবেশের যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মন্ডলের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম আসমত (ভোরের ডাক), প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা (নয়াদিগন্ত), সাংস্কৃতিক সম্পাদক বোরহান উদ্দিন বুলবুল (আমার সংবাদ), শিক্ষা সম্পাদক আজহার হোসেন (জনদেশ), ক্রীড়া সম্পাদক সোহেল সরকার (উত্তরবঙ্গ বার্তা), সাংবাদিক নিজাম উদ্দিন ও শাওন আহমেদ উপস্থিত ছিলেন। সভায় মোনাজাত পরিচালনা করেন ভরতপুর জামিয়া ইসলামিয়া কাশেমুল উলুম কওমী মাদরাসার মুহতামিম মাওলানা রহমতুল্লাহ।