প্রান্তজন রিপোর্ট: নাটোরে করোনা সংক্রমণে মৃত্যুহার কমাতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিপন্নের পাশে’-কে নিজস্ব তহবিল থেকে দুইটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মালেক শেখ।
বৃহস্পতিবার রাতে ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলায়নতনে সংগঠনটির প্রতিনিধিদের কাছে রেগুলেটারসহ অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক হস্তান্তর করা হয়। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঙ্গিত থিয়াটারের সভাপতি বিশিষ্ট আইনজীবী সুখময় বিপ্লু, খগেন্দ্রনাথ রায়, আব্দুল ওয়াহাব, দৈনিক প্রান্তজন সম্পাদক সাজেদুর রহমান সেলিম, ভিক্টেরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মালেক শেখ বলেন, করোনার এই দুঃসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্রদের জন্য খাদ্যের পাশাপাশি সকলের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিতের চেষ্টা করে যাচ্ছে। তাঁর নির্দেশনার আলোকে আজ নিজ তহবিল থেকে রেগুলেটর সহ অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন মাস্ক বিতরণ করলাম। প্রয়াত বড় ভাই এডভোকেট হানিফ আলী শেখের মতো সাধ্যমতো মানুষের কল্যানে নিয়োজিত রাখার চেষ্টা করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান মেনে সকলকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানাচ্ছি। প্রসঙ্গত, ২০২০ সালে করোনা মহামারীর শুরু থেকে নাটোর সদর ও নলডাঙ্গায় নি¤œ আয়ের মানুষের খাবার, সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ সহায়তা অব্যাহত রেখেছেন আইনজীবী মালেক শেখ।