কেমন জানি সব, হ-য-ব-র-ল হয়ে গেলো হয়ে যাচ্ছে। জ্বালাও পোড়াও আগুন হরতাল এই সব কিছু থেকে আমরাই পরিত্রাণ চাইছিলাম, একটা পরিবর্তন তো চাইছিলামই। জীবন জীবিকা, নিরাপত্তা, সবকিছু নিয়ে এক অন্ধকার সময়ের ভেতর দিয়ে চলতে চলতে হাঁপিয়ে উঠেছিলাম। রাজনৈতিক একটা পট পরিবর্তন আমরাই চাইছিলাম। অস্থির বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আগুন রাজনীতির বিরুদ্ধে এই চাওয়াটুকু তো ছিলই আমাদের। ধর্মের দোহাই দিয়ে রাজনীতি দাঙ্গা ফ্যাসাদ, বাসে গাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে যাওয়া মানুষের গন্ধ, চুন থেকে পান খসলেই হরতাল অবরোধ ভাংচুর, আহ্ কি বিভৎস সেই সব দিনগুলো, আর না আর না। স্মৃতি থেকে সেইসব দিন সব মুছে যাক। একটা নতুন সুন্দর সকালের প্রত্যাশায় ছিলো বাংলাদেশের সাধারণ মানুষ। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই মৌলিক চাহিদা গুলোই তো চাওয়ার ছিলো, ব্যাস। বেলা অনেক হলো জল ও গড়ালো অনেক কিন্ত—! একটা কিন্তু তো পিছু ছাড়ছেই না আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে থাকছে। পরিবর্তন আসলো ঠিকই পরিবর্তন হলোও অনেক কিছু, মাঝখানে আমরা আমজনতা যেই লাউ সেই কদু। মাথাপিছু আয় বাড়লো, মহাকাশে স্যাটেলাইট গেলো, ডিজিটাল বাংলাদেশ হলো, তারপরও কি যেন কি হয়ে যাচ্ছে হয়ে গেলো। কতো কতো কেলেংকারী, শেয়ারবাজারে ধস, হলমার্ক কেলেংকারি, ডেসটিনি, ক্যাসিনো কাণ্ড, বালিস-পর্দা, হাসপাতালে ক্লিনিক কাণ্ড, দেশের বাইরে অর্থ পাচার, ব্যাংক ঋণ খেলাপী, আরও কতো সব নতুন নতুন কাণ্ড। এতোসব কিছুর মধ্যেই আবার গোদের উপর বিষফোড়া হয়ে আবির্ভাব এক মহামারীর, কেভিড-১৯ করোনা ভাইরাস। সারা বিশ্বের সাথে বাংলাদেশও এর ভয়াল থাবায় টালমাটাল। এই মহামারীর চালচলন আচার আচরণ সবই অজানা অচেনা। এর ভয়াবহ রূপ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। ভেরিয়েন্ট চেন্জ হচ্ছে। নাই কোন সঠিক চিকিৎসা ব্যবস্থা, নাই কোন সমাধান। শুধু অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো কিছু নিয়ম জারি করা হয়েছে। সাবান দিয়ে ঘনঘন হাত ধোও, সামাজিক দূরত্ব বজায় রাখো, মাক্স ব্যবহার করো, ঘরের বাইওে বেরনো যাবে না। স্কুল কলেজ বন্ধ, সামাজিক আচার অনুষ্ঠান বন্ধ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, দূরপাল্লার গাড়ি বন্ধ, লকডাউন নামের এক অচেনা খেলায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। খেটে খাওয়া মানুষের মরণদশা। কাজ নাই কামাই রোজগার বন্ধ, কিন্তু সংসার তো চলছে, পেটের ক্ষুধা তো থেমে থাকবে না। তাহলে সবকিছু চলবে কি করে? এই মহামারী কতোদিন থাকবে তার সঠিক উত্তর জানা নেই! জীবন জীবিকা সচল রেখে কিভাবে এই মহাবিপদ থেকে রক্ষা পাবে মানুষ তারও কোনো সঠিক দিক নির্দেশনা জানা নাই। সব কিছুই হ-য-ব-র-ল—!