ডন শিকদার; বাদুড় পৃথিবীর একমাত্র উড্ডয়ন ক্ষমতা বিশিষ্ট স্তন্যপায়ী প্রানী। পৃথিবীতে প্রায় ১১০০ প্রজাতির বাদুড় রয়েছে। বাদুড়ের প্রজাতি সংখ্যা স্তন্যপায়ী প্রাণির মোট প্রজাতি সংখ্যার শতকরা ২০ ভাগ। প্রায় ৭০ ভাগ বাদুড় প্রজাতি পতঙ্গভূক, বাকিরা ফলমূল খায়।
নাটোর শহরের হর্টিকালচার গেটের বিপরীত পার্শ্বের একটি পাইকর গাছে বেশ কিছুদিন হলো বাদুড়ের আনাগোনা লক্ষ করা যাচ্ছে। দিনের বেলা গাছটি সরাসরি সূর্যের আলোতে থাকায়, সেখানে দুই-একটা বাদুড় দেখতে পাওয়া যায়। তবে সন্ধ্যা থেকেই বাড়তে থাকে বাদুড়ের সংখ্যা। এ সময় বাদুড়ের কিচির মিচির কলরবে মুখরিত থাকে এলাকার চারপাশ। স্থানীয় সূত্রমতে, অনেক বছর পর তারা শহরের বুকে বাদুড় দেখলেন। বাদুড়গুলো মূলত পাইকরফল খাওয়ার জন্যই গাছটিতে আস্তানা গেড়েছে বলে তাদের ধারণা। তারা জানান বাদুড়ের কারণে কোন সমস্যা এখন পর্যন্ত হয়নি। গাছের পাশ দিয়ে যাবার সময় বাচ্চারা বাদুড় দেখে মজা পায়। কিন্তু কিছু দুষ্ট পথচারী হঠাৎ হঠাৎ ঢিল ছুড়ে বাদুড়দের বিরক্ত করে থাকে। মূলত ফল খাওয়ার জন্যই বাদুড়গুলো গাছে অবস্থান করেছে বলে ধারনা করা হচ্ছে। ফল শেষ হয়ে গেলে হয়ত তারা উড়াল দেবে অজানা কোন গন্তব্যের উদ্দেশ্যে। তবে অনেকে মনে করেন বাদুড় মানবদেহের জন্য ক্ষতিকর কোন রোগ ছড়াচ্ছে কি না তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে।