নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা পৌরসভায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ মনিরুজ্জামান এসব শীতবস্ত্র শীতার্ত মানুষের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ডেভোলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) ও ট্যাগ অফিসার মোঃ আছাম ইসলাম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারন সম্পাদক মুসফিকুর রহমান মুকু, পৌর আওয়ামীলীগ সভাপতি ও নব নির্বাচিত পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস, নবনির্বাচিত কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, বর্তমান মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম প্রমুখ। নলডাঙ্গা উপজেলা ডেভোলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) ও ট্যাগ অফিসার মোঃ আছাম ইসলাম সিদ্দিকী জানান, নলডাঙ্গা পৌর এলাকার ৪০০ জন গরীব ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। এরমধ্যে আজ দুইটি ওর্য়াডের প্রায় শতাধিক মানুষকে একটি করে কম্বল দেয়া হয়েছে।