নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আইন শৃংখলা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুস শুকুর, ব্রক্ষ্মপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু, মাধনগর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান, খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, পিপরুল ইউপি চেয়ারম্যান কলিমুদ্দিন, বিপ্রবেলঘড়িয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, শহীদ নজমুল হক সরকারী কলেজের প্রভাষক মামুনুর রশীদ তোতা, নলডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিকাহ রেজিষ্টারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আইন শৃংখলা সভায় মাদক, জঙ্গিবাদ, গরু চুরিসহ নানা অপরাধ প্রবণতা রোধে বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সিন্ধান্ত নেয়া হয়। পরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।