প্রান্তজন রিপোর্ট: নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী উমা চৌধুরী।
রবিবার সকাল সাড়ে দশটার দিকে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মোঃ আছলাম উদ্দিন এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সিরাজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এড. প্রসাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক এড. মালেক শেখ, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা চামড়া ব্যবসায়ী সমিতি ও স্বনির্ভও নাটোর এর সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য নাটোর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এ পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উমা চৌধুরী এবং বিএনপি দলীয় প্রার্থী জিল্লুর রহমান খান চৌধুরী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।