লালপুর প্রতিনিধি: শান্তিপূর্ণ পরিবেশে নাটোরের ৩টি পৌরসভায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে নাটোরের নলডাঙ্গা, গুরুদাসপুর ও গোপালপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। কুয়াশা আচ্ছন্ন প্রচণ্ড শীত উপেক্ষা করে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকাল ৪ টায়। দুই একটি কেন্দ্র ছাড়া প্রত্যেকটি ভোট কেন্দ্রেই ভোটার সংখ্যা ছিল চোখে পড়ার মত। ভোট কেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল উল্লেখ্যযোগ্য।
ভোট গণনা শেষে রাত ৮টায় বে-সরকারী ফলাফল ঘোষণা করেন নিজ নিজ উপজেলা রির্টানিং অফিসার। এতে নলডাঙ্গা পৌরসভায় নৌকা প্রতীকে ৩৮৩০ ভোট পেয়ে মনিরুজ্জ¥ান মনির নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে আব্বাস আলী পেয়েছেন ১৯১০ ভোট। গোপালপুর পৌরসভায় নৌকা প্রতীকে ৬৫৭৮ ভোট পেয়ে রোকশানা মর্তুজা লিলি নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী রেল ইঞ্জিন প্রতীকে মঞ্জুরুল ইসলাম বিমল পেয়েছেন ৫১২৫ ভোট। অপরদিকে গুরুদাসপুর পৌরসভায় নৌকা প্রতীকে ৭৬৪০ ভোট পেয়ে শাহনেওয়াজ আলী নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম সতন্ত্র প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম পেয়েছে ৪৯৪৫ ভোট।
ভোট কেন্দ্র গুলোতে শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন প্রয়োগকারী বাহিনী ছিল কঠোর অবস্থানে। গুরুদাসপুর এবং নলডাঙ্গা পৌরসভায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও গোপালপুর পৌরসভার বিজয়পুর কেন্দ্রের মধ্যে ভোট চাওয়াকে কেন্দ্র করে নৌকা প্রার্থী রোকশানা মর্তুজা লিলি’র সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আইন শৃঙ্খলা বাহিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।