নারী ও মুদ্রাদোষ

সময়ের বিষবাষ্পে পুড়ে যাক নির্লজ্জ সময়।
না পাক ভুল পথের আস্কারা।
পড়ি কি মরি! হৃদপিণ্ড ঘড়ি,
বাজিয়ে চলে তার ঘন্টা অহর্নিশ।
ভুলে গিয়ে পাপ তাপ, সন্তপর্ণে; খুব ধীরে ধীরে
চলতে চলতে সময় যদি তার আস্তাবলে ফেরে!

নারীও মুদ্রাদোষে পরে তার পায়ের নূপুর
অন্ধকার সাঁতরে উঠে আসে জলসা ঘর।
রঙিন কার্পেটে অভিমানে
মুখ থুবড়ে পড়ে থাকে পানপেয়ালা।
সব আছে থরে থরে,আগের সে ধন নেই
পালক ও পাখি আছে কবুতর মন নেই।

ঘোড়াটানা গাড়ি ছিল, মদ আর নারী ছিল
মাংসল দেহপিণ্ড; ভরসা পা
চুপসে গেছে কতকিছু! বাকি রেখে কতিপয় নির্জনতা।
শেষ হলে সময়ের রংবাজি , সুরের মূর্ছনা শেষ হয়
জীবন গুটিয়ে নেয় তার যত খেল
টুংটাং টুংটাং বাজিয়ে কলিং বেল—।