প্রান্তজন রিপোর্ট: নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মালেক শেখকে আইন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ শেরেবাংলা ফজলুল হক স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে। গত ১৩ নভেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন শেরেবাংলার দৌহিত্র এবং সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কামাল উদ্দীন আহম্মেদ, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী শামসুল হক টুকু, শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উপদেষ্টা নজরুল ইসলাম সরদার প্রমুখ।
দৈনিক উত্তরবঙ্গ বার্তার সম্পাদক এডভোকেট মালেক শেখ শেরেবাংলা একে ফজলুল স্বর্ণপদক প্রাপ্তিতে নাটোর হতে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক মো: সাজেদুর রহমানসহ নাটোরের বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।