প্রেস বিজ্ঞপ্তি: আজ (২৩ সেপ্টেম্বর) বুধবার থেকে নাটোর সদরে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় অনলাইন খাবার সরবরাহকারী ফুডপ্যান্ডা। এখন থেকে কাঁচাগোল্লা খ্যাত নাটোরবাসীর পছন্দের রেস্টুরেন্টের খাবার মুহূর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে ফুডপ্যান্ডা।
কাঁচাগোল্লা খ্যাত নাটোর জেলায় রয়েছে একাধিক দর্শনীয় স্থান। এরমধ্যে উত্তরা গণভাবন, রাণী ভবানীর রাজ বাড়ি, দয়ারামপুর রাজবাড়ি, ফকিরচাঁদ গোঁসাইজির আশ্রম ও চলনবিল অন্যতম উল্লেখযোগ্য।
নাটোরে যাত্রা শুরু প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশ- এর সিইও আম্বারিন রেজা বলেন, “পর্যায়ক্রমে গ্রাহকদের উল্লেখযোগ্য সাড়া অর্জনের পর আমরা আমাদের সেবা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে ফুডপ্যান্ডা এখন নাটোরে। এখন থেকে নাটোর শহরের মানুষের পছন্দের সব রেস্টুরেন্টের খাবার মুহূর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে ফুডপ্যান্ডা। এ সেবা শুরুর মাধ্যমে ওই এলাকায় নতুন কর্মসংস্থানে সৃষ্টি হচ্ছে।”
বাংলাদেশের সর্ববৃহৎ ফুড ডেলিভারি অ্যাপ ফুডপ্যান্ডা মূলত ভোজনরসিকদেও ভোজনকে আরও আরামদায়ক ও উপভোগ্য কওে তোলার লক্ষ্যে স্থানীয় রেস্টুরেন্টগুলোর সাথে সমন্বয় করে গ্রাহকের পছন্দের খাবার দোরগোড়ায় পৌঁছে দেয়। বর্তমানে ফুডপ্যান্ডা’র রাইডাররা বাংলাদেশের ৪১টি শহরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও বিভিন্ন রেস্টুরেন্টের খাবার সরবরাহ করছে।
ফুডপ্যান্ডা অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.facebook.com/foodpandaBangladesh