নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় একটি মেছো বিড়াল মারা গেছে। শনিবার ভোরে নলডাঙ্গার নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নলডাঙ্গা রেল স্টেশনের দক্ষিণে নওপাড়া এলাকায় রেললাইন পারাপারের সময় একটি মেছো বাঘ এসে পড়লে ট্রেনের ধাক্কায় সেটি ছিটকে নিচে পড়ে যায়। মাঝারি আকারের মেছো বিড়ালটির ওজন প্রায় ১৫ কেজি হতে পারে। বিষয়টি জানাজানি হলে, সকালে বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় জমায় প্রাণীটি দেখার জন্য। বিবিসিএফ এর দপ্তর সম্পাদক ফজলে রাব্বী বলেন, ওই এলাকার আশেপাশে ঝোপঝাড়ে মেছো বিড়ালসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী বাস করে। এর আগেও নাটোরে বিভিন্ন সময় মেছো বিড়ালের মৃত্যু হয়েছে। রাজশাহী বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সাথে কথা বলে, স্থানীয়দের প্রাণিটি মাটিতে পুতে ফেলার নিদের্দেশ দেওয়া হয়েছে।