প্রান্তজন রিপোর্ট: নাটোর শহরের বেলঘরিয়া এলাকায় নকল ইলেক্ট্রিক তার কারখানার সন্ধান পাওয়া গেছে। রবিবার ১৯ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর বনবেলঘড়িয়া এলাকায় এনএসআইয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমরে নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে বিপুল পরিমান ইলেক্ট্রিক তার ও তার তৈরির মেশিন জব্দ করা হয়েছে।
জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শামসুল আলম জানান, অনেক দিন ধরে একটি চক্র গোপনে বনবেলঘরিয়া এলাকার একটি বাড়িতে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি জেআর নামে নকল ও নিম্নমানের ইলেক্ট্রিক তার তৈরি করে বাজারজাত করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার অভিযান পরিচালনা করে এনএসআই। এসময় বিপুল পরিমান তার ও তার তৈরির মেশিন জব্দ করা হয়েছে।
তিনি জানান, কারখানাটি বিএসটিআই এর কোন অনুমোদন ছিল না। নকল তার তৈরি করে তারা বাজারজাত করে আসছিল। পরে কারখানার মালিক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ভোক্তা অধিকার আইনে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারলে স্থায়ী ভাবে কারখানা সিলগালা করে দেওয়া হবে।