প্রান্তজন রিপোর্ট: রবিবার দুপুরে নাটোরে সদর থানা এলাকায় করোনা উপসর্গ থাকায় চিকিৎসা না পেয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মৃত আব্বাস আলী গাজী (৭৮) সদর উপজেলার আগদিঘা কাটাখালি গ্রামের বাসিন্দা ছিলেন।
মৃতের ছেলে অভিযোগ, গেল দুই বছর থেকে বাবা শ্বাসকষ্টে ভুগছিলেন। রাতে শ্বাসকষ্ট বেশি হলে তাকে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা আমার বাবাকে ভর্তি করেননি। এরপর সততা ক্লিনিকে নিয়ে এলে অনেকগুলো টেস্ট করার পর উনাকে আবার সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে আবারও ডাক্তার ভর্তি নেননি। ফলে আবার সততা ক্লিনিকে ফিরে এলে বাবা মারা যান।
মৃতের নাতি অভিযোগ করে বলেন, আমার নানা একজন মুক্তিযোদ্ধা। বিনা চিকিৎসায় নানার মৃত্যু মেনে নিতে পারছি না।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। তিনি কোন প্রকার অনিয়ম হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাৎক্ষণিক নির্দেশ দেন। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, এটা দু:খজনক ঘটনা। আমার জানার পরে বিষয়টা নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছি। কোন অবহেলা থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।