লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এর সভাপতিত্বে অনুষ্ঠানে তামাকের কুফল নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লালপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আমিনুল ইসলাম। প্রশিক্ষণে মানুষের শরীরে তামাক কি ভাবে ক্ষতি করে তা অনুষ্ঠানে তুলে ধরা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলা হাফিয়া, একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ সিবলী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিনসহ ডাক্তার, নার্স, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ।