লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রচার ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে ২১ জুন থেকে ৫ জুলাই ২০২০ তারিখ পর্যন্ত “নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ পক্ষের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে লালপুর বাজারে সীমিত উপস্থিতে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এই পক্ষের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। এ সময় উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইন-চার্জ সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক আমিনুল ইসলাম সহ নাটোর, লালপুরের সাংবাদিকবৃন্দ।