প্রান্তজন রিপোর্ট: নাটোরে শুরু হয়েছে নভেল করোনা ভাইরাস প্রতিরোধ পক্ষ সাপ্তাহ। রোববার এ উপলক্ষে জনগণকে সচেতন করার লক্ষ্যে করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে পথসভা, পিকেটিং ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার বেলা সাড়ে দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ঘন্টা ব্যাপী কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এই কর্মসূচী পালন করা হয়। নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রচার ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে সীমিত উপস্থিতে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক “নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ পক্ষের” আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ। এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌরসভার মেয়র উমা চৌধুরী, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম,এনডিসি জাকির মুনশী সহ সরকারী কর্মকর্তাবৃন্দ। বক্তারা স্বাস্থ্য বিধি অনুসরণ, সামাজিক দুরত্ব পালন সহ মাস্ক পরিধানের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন,করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি পালনে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে এবং ঘরের বাইরে শত ভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে এই প্রতিরোধ পক্ষ পালন করা হবে।