প্রান্তজন রিপোর্ট: নাটোরে রোববার নতুন করে আরো ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া একজনের ফলোআপ পরীক্ষার রেজাল্টও করোনা পজেটিভ। আক্রান্ত ১৩ জনের মধ্যে শহর এলাকায় ৫ জন, গুরুদাসপুর উপজেলায় ৩ জন, সিংড়া উপজেলায় ৩ জন এবং বড়াইগ্রাম উপজেলায় ২ জন।
রোববার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) করোনা ল্যাব থেকে পাঠানো তথ্যে জানানো হয় নাটোরে একজন ফলোআপসহ ১৪ জনের রেজাল্ট করোনা পজেটিভ।
রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার রামেক ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৮৫ জনের নমুনার। যার মধ্যে ২১ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে নাটোরের ১৪ জন, রাজশাহীর ছয়জন এবং পাবনার একজন রয়েছে।
নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, রামেক ল্যাব থেকে পাঠানো তথ্যে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত। এছাড়া ইতিপুর্বে আক্রান্ত একজনের ফলোআপ নমুনায় আবারো করোনা পজেটিভ এসেছে।