গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে নবেল করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ পক্ষ উদ্বোধন করেছেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত এ পক্ষ চলবে।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলা চত্বরে ওই উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউএনও মো. তমাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম ও থানার ওসি মো. মোজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন। গুরুদাসপুর উপজেলা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বাস্তবায়ন কমিটি ও উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি বলেন, ঘরের বাইরে গেলে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। সাবান পানি দিয়ে ঘনঘন হাত ধুতে হবে। ৬ ফিট দূরত্ব মেনে চলতে হবে। সেই সাথে জনসমাগম পরিহার করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর থানা পুলিশের উদ্যোগে চাঁচকৈড় বাজারে ৫০০ ব্যক্তিকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সেই সাথে ওসি মো. মোজাহারুল ইসলাম নিজেই মাইকে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনামূলক বক্তব্য রাখেন।