লালপুর প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রামণ রোধে মঙ্গলবার উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধূপইল এলাকায় লকডাউনে থাকা দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, হতদরিদ্রদের বাড়ি বড়ি গিয়ে খদ্য সামগ্রী বিতরণ ও উপজেলা বিভিন্ন রাস্তায় জীবানুনাশক পানি স্প্রে করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এছাড়া উপজেলার বিভিন্ন রাস্তায় জীবানুনাশক পানি স্প্রে করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী,উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য ফিরোজ আল হক ভুইয়া, গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্ত্তুজা লিলি, ওয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ। এসময় তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন এবং বিত্তবানদের অসহায়দের পাশে দাড়ানোর আহ্ববান জানান।