লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে অগ্নিকাণ্ডে খোয়াজ ম-ল নামের এক ভ্যান একেবারে নি:স্ব হয়ে গেছে। অগ্নিকাণ্ডে তার বসতবাড়ির চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং এ সময় গৃহবধু রুনি বেগম ও দুটি ছাগল দগ্ধ হয়েছে। আহত রুনি বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত দেড় টার (১.৩০টার) দিকে উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরিবারের লোকজন জানান, রাত দেড়টার দিকে হটাৎ ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকলে এলাকাবাসিা এগিয়ে এসে আগুন নিভাতে থাকে। গৃহবধু রুনি ছাগলের ঘর থেকে ছাগল বের করতে গিয়ে আগুনে দগ্ধ হয়। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তৎক্ষণে খোয়াজ ম-লের চারটি ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দগ্ধ রুনি বেগমকে সাথে মাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসারত আছে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস তবে এত প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।