প্রান্তজন রিপোর্ট: নাটোর পৌরসভার উদ্যোগে দুঃস্থ গরীব খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের কানাইখালি মহল্লা থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়।
সরকারি সহায়তার ৫ কেজি চাল এবং মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে ডাল এবং আলু বিতরণ করা হয়। এসকল খাদ্য সামগ্রী নিজ হাতে বিতরণ করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। রবিবার থেকে শুরু করে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে এই খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।