প্রান্তজন রিপোর্ট: বৃহষ্পতিবার (২৬শে মার্চ) সকাল হতে নাটোর শহরসহ আশেপাশের এলাকায় টহল শুরু করে সেনাবাহিনী। নিয়মিত টহলের পাশাপাশি প্ল্যাকার্ড-মাইক হাতে রাস্তার মোড়ে মোড়ে নেমে মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে এবার সেনাবাহিনী ।
টহলের সময় তাদের হাতের প্ল্যাকার্ডগুলোতে শ্লোগান ছিলো- ঘন ঘন হাত ধুই /করোনা থেকে নিরাপদ রই, আতঙ্ক না ছড়াই/ সতর্ক থাকতে সাহায্য করি, বিদেশ থেকে এসেছি যারা /কোয়েন্টাইনে থাকবো তারা।
নাটোর জেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী দলের প্রধান মেজর কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা জনগণকে ঘরে থাকতে সচেতনতা সৃষ্টির উপর সবচেয়ে জোর দিয়েছেন। এই সংকটময় মুহূর্তে মাঠে থাকবে সেনাবাহিনী।
এদিকে নাটোর জেলা প্রশাসনের ১৫টি ভ্রাম্যমান আদালত সামাজিক দুরুত্ব নিশ্চিত একযোগে মাঠে নেমেছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন বলেন, ভ্রাম্যমান আদালত জনসমাগম এবং আড্ডাস্থল থেকে সাধারণ মানুষদের সরিয়ে দিচ্ছে। পাশাপাশি নিজ নিজ ঘরে অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছে।