নাজিম হাসান: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজশাহীতে পতাকা উত্তোলন করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে রাজশাহীতে স্বাধীনতা দিবস উদযাপনের সকল কর্মসূচি আগেই বাতিল করেছে বিভাগীয় ও জেলা প্রশাসন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে ছোট পরিসরে পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করা হয়। রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত সার্কিট হাউসে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পতাকা উত্তোলন করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার। এ সময় জাতীয় সংগীত বাজানো হয়। উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও মহানগর পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন। অপরদিকে, রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় এবং বাংলাদেশকে করোনা ভাইরাসের কবল থেকে রক্ষায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান,ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।