8.9 C
New York
Saturday, August 9, 2025
No menu items!
Homeবিশেষ সংবাদবড়াইগ্রামের সেই মেধাবী টুম্পার পাশে জমিন রোয়াজান ফাউন্ডেশন

বড়াইগ্রামের সেই মেধাবী টুম্পার পাশে জমিন রোয়াজান ফাউন্ডেশন

বড়াইগ্রাম প্রতিনিধি: অভাবের তাড়নায় হোটেলে কাজ কওে সংসার চালানো বড়াইগ্রামের দোগাছী গ্রামের মেধাবী ছাত্রী টুম্পা খাতুনের পাশে দাঁড়ালো আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোজাফ্ফর হোসেনের অর্থায়নে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন জমিন রোয়াজান ফাউন্ডেশন। সম্প্রতি বিভিন্ন পত্র পত্রিকায় অর্থেও অভাবে হোটেল বয়ের কাজ করা মেধাবী ছাত্রী টুম্পার খবর প্রকাশিত হলে উপজেলা প্রশাসনসহ অনেকেই সাহায্যেও হাত বাড়িয়ে দেয়। বিষয়টি প্রবাসী মোজাফ্ফর হোসেনের নজরে এলে তিনি তার অর্থায়নে পরিচালিত জমিন রোয়াজান ফাউন্ডেশনের মাধ্যমে টুম্পার বাবা আব্দুর রহিমকে একটি অটোভ্যান প্রদান করেন। বৃহস্পতি বার জমিন রোয়াজান ফাউন্ডেশনের পক্ষ থেকে অটোভ্যান প্রদান করেন ফাউন্ডেশনের সদস্য সচিব নওশাদ আলী, প্রভাষক সাইফুল ইসলাম রুহুল, সমাজসেবক সানোয়ার হোসেন, মনিরুজ্জামান, জিয়াউর রহমান প্রমুখ।
মোজাফ্ফর হোসেনের অর্থায়নে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বৃত্তি প্রদানের কথা বললে টুম্পা জানান আমার বাবা’র আয়ের জন্য বাবাকে একটি অটো ভ্যান দিলে আমার হোটেল বয়ের কাজ করা লাগবে না এবং সাহায্যেও প্রয়োজনও হবে না । তখন আমেরিকা থেকে বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোজাফফ্র হোসেন অটোভ্যান দেওয়ার জন্য বলেন।

- Advertisment -

Most Popular

Recent Comments