প্রান্তজন রিপোর্ট: বৃহষ্পতিবার (২৬শে মার্চ) নাটোরে জেলা প্রশাসনের সালাম গ্রহণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। যদিও করোনা মোকাবিলার অংশ হিসেবে দিবসটির প্রায় সব আয়োজন বাতিল ও সংক্ষিপ্ত করা হয়।
পারস্পরিক দুরুত্ব নিশ্চিত করে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন। এসময় জেলা ও পুলিশ প্রশাসনের অল্প কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। একই সময় শহরের স্বাধীনতা চত্বরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়মী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু।
এছাড়া কান্দিভিটুয়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।