প্রান্তজন রিপোর্ট: করোনাভাইরাস প্রতিরোধে ব্রাক অঞ্চলিক অফিসের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। গত পাঁচ দিন যাবত প্রায় ৪০ হাজার লিফলেট জেলায় বিতরণ করা হয়েছে এবং ব্রাকমূল থেকে জানানো হয়েছে আরো ১৫ হাজার লিফলেট বিতরণ করাহবে। এর পাশাপাশি ব্রাকের সকল অফিসের প্রবেশ মুখে দর্শানার্থীদের জন্য হ্যান্ডওয়াসশিং সেন্টার করা হয়েছে। সেখানে রাখা হয়েছে লিকুইড এবং হাত মোছার জন্য টিস্যু ও তোয়ালে। এছাড়াও প্রতিষ্ঠানটি নাটোর জেলায় ৪০০ স্বাস্থ্যসেবি ও ব্রাকের স্টাফদের মাধ্যেমে জেলায় তাদের চলমান সকল কার্যক্রম স্থগিত করে সাধারণ জনগণকে সচেতন করার কাজ কওে যাচ্ছে। উপরোক্ত সকল কার্যক্রম জেলার ৭টি উপজেলায় চলমান রয়েছে। সংস্থাটির জন্য সচেতনতা জোরদার করার জন্য জেলার সকল উপজেলায় কুদ্দুসবয়াতীকে দিয়ে গাওয়া করোনা ভাইরাস সংক্রান্ত গান প্রচার করা হবে। এই সকল কাজের সাথে সংযুক্ত আছে এবং তদারকি করছেন ব্র্যাকের নাটোর আঞ্চলিক ব্যবস্থাপক (মাইক্রো ফাইন্যান্স কারী) মোঃ আবুল কালাম, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ বজলুর রসিদ, আঞ্চলিক ব্যবস্থাপক (মাইক্রো ফাইন্যান্স প্রগতি) গৌতম সরকার ও মোঃ আব্দুস সবুর , জেলা ব্যবস্থাপক (টিবি) দুলাল কুমার সরকার, সিনিয়র এসএস মোঃ মশিউর রহমান প্রমুখ।এদিকে সরকারের নির্দেশনার আলোকে ব্র্যাকক্ষুদ্র-ঋণসহ সকল কর্মসূচি স্থগিত করেছে। পাশাপাশি মাঠ পর্যায়ে ব্র্যাকের সকল কর্মী কোভিট-১৯ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে মাঠপর্যায়ে সন্দেহভাজন রোগী চিহ্নিতকরণের কাজ করছে।