প্রান্তজন রিপোর্ট: করোনা ভাইরাস আক্রান্ত শংকায় এক ব্যক্তিকে পরীক্ষার জন্যে ঢাকায় নেয়া হচ্ছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে ৫২০ জন বিদেশ ফেরৎ ব্যক্তি। হোম কোয়ারেন্টাইনে অবস্থান করা ব্যক্তিদের স্বাস্থ্য বিধি পালনে উদ্বুদ্ধ করছে জেলা ও উপজেলা প্রশাসন। দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলছে মনিটরিং।
সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, ঢাকার গার্মেন্টসে কর্মরত বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামের ৫০ বছর বয়সী এক ব্যক্তি পরশুদিন বাড়ি ফিরে আসেন। নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আনছারুল হক হোম কোয়ারেন্টাইনে শুক্রবার বিকেলে ঐ ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষায় করোনা ভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখতে পান। শনিবার তাঁর অবস্থার অবনতি হলে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরামর্শে ঐ ব্যক্তি, তাঁর স্ত্রী, এম্বুলেন্স ড্রাইভারসহ এটেনডেন্টদের ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জমাদি (পিপিই) প্রদান করে তাকে ঢাকার কুর্মিটোলা বা মুগদা হাসপাতালে রেফার করা হয়েছে। ইতোমধ্যে তিনি ডাকা রওনা হয়ে গেছেন। নাটোরে করোনা ভাইরাস সর্তকতা এবং এর নেতিবাচক প্রভাব প্রতিরোধ করতে বিশেষ নজরদারি করছে প্রশাসন। কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ জনসমাগম পরিহার এবং দ্রব্যমূল্য পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। কাজ করছে ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসকের কার্যালয়ের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১ মার্চ থেকে এ পর্যন্ত নাটোরে আসা বিদেশ ফেরৎ ব্যক্তির সংখ্যা ৫২০। তাদের সবার অবস্থান হোম কোয়ারেন্টাইন বিবেচনা করে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ বাড়ি বাড়ি যেয়ে করোনা ভাইরাসের স্বাস্থ্য বিধি মেনে চলতে উদ্বুদ্ধ করছেন। শহরে তিনটি ভ্রাম্যমান আদালত কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি নজরদারীতে কাজ করে যাচ্ছে। শনিবার সকাল থেকে নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু হাসান শহরের কানাইখালী ও পটুয়াপাড়া এলাকায় তালিকা ধরে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সাথে কথা বলেন।
Home Uncategorized নাটোরে করোনা ভাইরাস আক্রান্ত শংকায় একজনকে নেয়া হচ্ছে ঢাকায়: হোম কোয়ারেন্টাইনে ৫২০
- Uncategorized
- অনেক আকাশ
- অর্থনীতি
- আইন-আদালত
- আন্তর্জাতিক
- কৃষি
- খেলা
- জাতীয়
- তথ্য-প্রযুক্তি
- বিনোদন
- বিশেষ সংবাদ
- মতামত
- রাজনীতি
- লাইফস্টাইল
- শিক্ষা
- সূর্যমূখী
- স্বাস্থ্য